১৭ ডিসেম্বর, ২০২৩ ১৮:৩২

কুড়িগ্রামে শীতে জনজীবন বিপর্যস্ত

কুড়িগ্রাম প্রতিনিধি

কুড়িগ্রামে শীতে জনজীবন বিপর্যস্ত

কুড়িগ্রামে ঘন কুয়াশা ও অতিরিক্ত ঠান্ডায় জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। রবিবার সকালে জেলায় স্থানীয় আবহাওয়া অফিস সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড  করেছে ১১ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস, যা গতদিনের চেয়ে আরো কমেছে। তবে শীতে সাধারণ মানুষগুলো বিশেষ করে শিশু ও বৃদ্ধদের কষ্ট বেড়েছে। অন্যদিকে, ছিন্নমূল খেটে খাওয়া দরিদ্র শ্রেণির মানুষগুলো কাজে যেতে না পেরে পড়েছেন বিপাকে। শীতে কষ্ট বেড়েছে গবাদি পশুগুলোর। ঘন কুয়াশায় অনেক বোরো বীজতলার সদ্য বেড়ে ওঠা চারা কিছুটা বিবর্ণ হতে শুরু করেছে। এ অবস্থা দীর্ঘ সময় থাকলে অনেক বোরো বীজ নষ্ট হওয়ার আশংকা কৃষকদের।

রাজারহাট কৃষি আবহাওয়া পর্যবেক্ষণাগারের ভারপ্রাপ্ত কর্মকর্তা সুবল চন্দ্র সরকার জানান, গত দুদিন ধরে জেলার তাপমাত্রা ওঠানামা করছে। তবে রবিবার সকালে কুড়িগ্রামে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১১ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস।
 
বিডি প্রতিদিন/এএ

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর