বাগেরহাটের মোরেলগঞ্জে এক ভুয়া পশু চিকিৎসককে অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। মঙ্গলবার বিকেল ৫টার দিকে বারইখালী গ্রামের রমজান আলী শেখের ছেলে সানমুন শেখকে (২৫) ১০ হাজার টাকা অর্থদণ্ড অনাদায়ে দুই মাসের কারাদণ্ডাদেশ দেন সহকারি কমিশনার(ভূমি) মো. রুহুল কুদ্দুস। পশু চিকিৎসা বিজ্ঞানের বিষয়ে কোন প্রকার শিক্ষা লাভ ও সনদ অর্জন ছাড়াই ওষুধ প্রয়োগ করে এক কৃষকের দুটি ছাগল মেরে ফেলার অভিযোগে সানমুন শেখকে ভ্রাম্যমাণ আদালত এ দণ্ডাদেশ দেন।
এ বিষয় উপজেলা ভারপ্রাপ্ত প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. ইউনুস আলী বলেন, পঞ্চকরন গ্রামের কৃষক মাজহারুল ইসলামের ২টি ছাগল ভুয়া ডাক্তার সেজে সানমুন শেখ গত ২৩ ডিসেম্বর চিকিৎসা দেয়। চিকিৎসার দু’দিন পরে গত সোমবার ছাগল দুটি গলা ফুলে মারা যায়। এ ঘটনায় ভুক্তভোগী কৃষক মাজহারুল লিখিত অভিযোগ দায়ের করলে সানমুনকে ডেকে মোবাইল কোর্টে তোলা হয়।
সানমুনের দেওয়ায় চিকিৎসায় একই এলাকায় আরও দুটি ছাগলের প্রাণহানি ঘটেছে বলে প্রাণিসম্পদ দপ্তর সূত্রে জানা গেছে।
বিডি প্রতিদিন/এএম