৩১ ডিসেম্বর, ২০২৩ ২১:০৬

তেহরিক-ই-হুরিয়াতকে ‘বেআইনি সংগঠন’ ঘোষণা ভারতের

কলকাতা প্রতিনিধি

তেহরিক-ই-হুরিয়াতকে ‘বেআইনি সংগঠন’ ঘোষণা ভারতের

জম্মু-কাশ্মীরের বিচ্ছিন্নতাবাদী রাজনৈতিক দল ‘তেহরিক-ই-হুরিয়াত’ (TeH)-কে ‘বেআইনি সংগঠন’ বলে ঘোষণা দিল ভারতের কেন্দ্রীয় সরকার। রবিবার এ বিষয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে একটি বিবৃতি জারি করা হয়। 

১৯৬৭ সালের ‘বেআইনি কার্যকলাপ প্রতিরোধ আইন’ (ইউএপিএ)-এর অধীনে আগামী পাঁচ বছরের জন্য এই দলটিকে ‘বেআইনি সংগঠন’ বলে ঘোষণা দেওয়া হয়েছে। এই সংগঠনটির নেতৃত্বে ছিলেন প্রয়াত বিচ্ছিন্নতাবাদী নেতা সৈয়দ আলি শাহ গিলানি। ২০০৪ সালের ৭ আগস্ট এই দলটি প্রতিষ্ঠা করে গিলানি। 

রবিবার স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ট্যুইট করে জানিয়েছেন, ‘সংগঠনটি জম্মু ও কাশ্মীরকে ভারত থেকে আলাদা করা ও ইসলামিক শাসন প্রতিষ্ঠার মত নিষিদ্ধ কার্যকলাপে জড়িত। এই দলটি জম্মু ও কাশ্মীরে বিচ্ছিন্নতাবাদকে ইন্ধন দেওয়ার জন্য ভারত-বিরোধী প্রচারণা এবং সন্ত্রাসী কার্যক্রম চালিয়ে যাচ্ছে।’ 

অমিত শাহ বলেন, ‘সন্ত্রাসবাদের বিরুদ্ধে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জিরো-টলারেন্স নীতির অধীনে, ভারতবিরোধী কার্যকলাপে জড়িত যে কোনো ব্যক্তি বা সংস্থাকে দ্রুততার সাথে নিষ্ক্রিয় করা হবে।’

সরকারের বিজ্ঞপ্তিতে জানানো হয়, ‘সন্ত্রাসবাদী কার্যকলাপকে সমর্থন করাসহ বেআইনি কার্যকলাপ এবং জম্মু ও কাশ্মীরে নিরাপত্তা বাহিনীর উপর পাথর নিক্ষেপ করার জন্য 'তেহরিক-ই-হরিয়াত' এর নেতা এবং সদস্যরা পাকিস্তান এবং এর প্রক্সি সংগঠনগুলিসহ বিভিন্ন উৎস মারফত তহবিল সংগ্রহের সাথে জড়িত রয়েছে। এই সংগঠন ও সদস্যরা তাদের কার্যকলাপের মধ্যে দিয়ে দেশের সাংবিধানিক কর্তৃত্ব এবং সাংবিধানিক ব্যবস্থার প্রতি নিছক অসম্মান প্রদর্শন করে যাচ্ছে।’ 

উল্লেখ্য, এর আগে দেশবিরোধী ও বিচ্ছিন্নতাবাদী কার্যকলাপে জড়িত থাকা, জম্মু ও কাশ্মীরে ইসলামী শাসন প্রতিষ্ঠার জন্য লোকেদের প্ররোচিত করার অভিযোগে চলতি সপ্তাহের গোড়ার দিকে 'মুসলিম লীগ জম্মু কাশ্মীর (মাসারত আলম গোষ্ঠী) (এমএলজেকে-এমএ) নিষিদ্ধ করে ভারত সরকার। আর এবার 'তেহরিক-ই-হুরিয়াত' (TeH)-কে বেআইনি সংগঠন বলে ঘোষণা দেওয়া হলো। 

একসময় কাশ্মীরের বিচ্ছিন্নতাবাদী নেতা প্রয়াত সৈয়দ আলী শাহ গিলানি 'মুসলিম লীগ জম্মু-কাশ্মীরে'র নেতৃত্ব দিতেন। বর্তমানে এই সংগঠনের নেতৃত্ব দিচ্ছেন অল ইন্ডিয়া হুরিয়াত কনফারেন্সের চেয়ারম্যান মাসরাত আলম। 

বিডি প্রতিদিন/হিমেল

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর