১ জানুয়ারি, ২০২৪ ১৭:২২

পটুয়াখালী প্রেস ক্লাবের উদ্যোগে জেলা দিবস পালিত

পটুয়াখালী প্রতিনিধি

পটুয়াখালী প্রেস ক্লাবের উদ্যোগে জেলা দিবস পালিত

পটুয়াখালী প্রেস ক্লাবের উদ্যোগে জেলা দিবস পালিত

পটুয়াখালী প্রেস ক্লাবের উদ্যোগে জেলা দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সোমবার সকাল ১০টায় পটুয়াখালী প্রেস ক্লাবের আয়োজনে ক্লাব চত্বর থেকে একটি র‌্যালি শুরু করে বিভিন্ন সড়ক প্রদক্ষিণের পর প্রেস ক্লাবের সামনে এসে র‌্যালি শেষ হয়।

পরে প্রেস ক্লাব মিলনায়তনে নব-নির্বাচিত সভাপতি মো. জাফর খানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক জাকারিয়া হৃদয়ের সঞ্চালনায় ‘উন্নয়ন অগ্রযাত্রায় পটুয়াখালী’ শীর্ষক আলোচনা সভায় অতিথির বক্তব্য রাখেন জেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট হাফিজুর রহমান হাফিজ, পুলিশ সুপার মো. সাইদুল ইসলাম, পৌরসভার মেয়র মহিউদ্দিন আহম্মেদ, পটুয়াখালী প্রেস ক্লাবের সাবেক সভাপতি গোলাম কিবরিয়া, সাবেক সভাপতি স্বপন ব্যানার্জী প্রমুখ।

এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোহাম্মদ সাজেদুল ইসলাম সজল। এ ছাড়াও গণমান্য ব্যক্তিবর্গ ও প্রেস ক্লাবের সদস্যরা উপস্থিত ছিলেন।

১৮৭১ সালে পটুয়াখালী মহকুমায় রূপান্তরিত করা হয়। পরে ১৯৬৯ সালের ১ জানুয়ারি খুলনা বিভাগের তৎকালীন কমিশনার এএমএফ জেলা প্রশাসকের ভবনের দরবার হলে পটুয়াখালী জেলা প্রশাসনের কার্যক্রমের উদ্বোধন করেন। একই বছরের ৯ মার্চ পটুয়াখালী জেলা ১৮তম জেলা হিসেবে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন তৎকালীন পূর্ব পাকিস্তানের গভর্নর ভাইস এডমিরাল এস. এম আহসান। পটুয়াখালীর প্রথম জেলা প্রশাসক ছিলেন হাবিবুল ইসলাম। পটুয়াখালী জেলার আয়তন ১,২৪৩.৭৫ বর্গমাইল। ৫৪ বছরের এ জেলায় বর্তমানে লোক সংখ্যা প্রায় ১৮ লাখ।

বিডি প্রতিদিন/এমআই

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর