বগুড়ার ধুনট উপজেলায় চলন্ত শ্যালো মেশিনের চাকার সাথে গায়ের চাদর গলায় আটকে ফাঁস লেগে মেহেদী হাসান (১৮) নামে এক ডেকোরটর শ্রমিকের মৃত্যু হয়েছে। মঙ্গলবার বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। মেহেদী হাসান উপজেলার বড়বিলা গ্রামের রেজাউল ইসলামের ছেলে। সে একই এলাকার গোসাইবাড়ি বাজারে শাহাদৎ হোসেনের ডেকোরেটরের শ্রমিক ছিল।
জানা যায়, মেহেদী হাসান গত ২৬ ডিসেম্বর রাতে উপজেলার চিকাশি ইউনিয়নের গজারিয়া গ্রামে ওয়াজ মাহফিলের একটি অনুষ্ঠানে ডেকোরেটরের কাজ করতে যায়। সেখানে শ্যালো মেশিন দিয়ে বিদ্যুৎ সরবরাহের কাজ করতে থাকেন তিনি। এক পর্যায়ে অসাবধারনতাবসত মেহেদীর গায়ের চাদর চলন্ত শ্যালো মেশিনের চাকায় আটকে পড়ে। তাৎক্ষনিক ভাবে ওই চাদর দিয়ে মেহেদীর গলায় ফাঁস লেগে যায়। এ সময় ওই অনুষ্ঠানের লোকজন তাকে উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মেহেদী হাসানের মৃত্যু হয়।
ধুনট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈকত হাসান এ তথ্য নিশ্চিত করে বলেন, আইনি প্রক্রিয়া শেষে মেহেদী হাসানের মৃতদেহ তার স্বজনদের কাছে হস্তন্তর করা হয়েছে।
বিডি প্রতিদিন/এএম