৭ জানুয়ারি, ২০২৪ ১৯:১৭

ভোট দিয়ে ফেরার পথে বৃদ্ধের মৃত্যু

কুমিল্লা প্রতিনিধি

ভোট দিয়ে ফেরার পথে বৃদ্ধের মৃত্যু

মৃতের স্বজনের আহাজারি। ছবি- বাংলাদেশ প্রতিদিন।

কুমিল্লা-৪ (দেবিদ্বার) নির্বাচনী এলাকায় এক ভোটারের মৃত্যু হয়েছে। মৃত ওই বৃদ্ধ দেবিদ্বার উপজেলার গুনাইঘর (দ.) ইউনিয়নের ৫নম্বর ওয়ার্ডের কাশারীখোলা গ্রামের মৃত আবদি মিয়ার ছেলে নোয়াব আলী (৬০)। 

রোববার (৭ জানুয়ারি) উপজেলার গুনাইঘর (দ.) ইউনিয়নের কাশারিখোলা সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রের পাশ থেকে উদ্ধার করে হাসপাতালে নেয় স্থানীয়রা। তাকে দেবিদ্বার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. এ আলী হাসান মৃত ঘোষণা করেন। 

মৃত বাবার পাশে থাকা ছেলে মো. জুয়েল রানা জানান, তার বাবা ভোট দিয়ে কেন্দ্র থেকে ফেরার পর চাচা মো. সেলিম মাস্টার সাথে ভোট দেয়া নিয়ে কথা বলেন। দুইজনই কি বিষয় নিয়ে তর্ক করেন। এসময় শাহ আলম নামের স্থানীয় একজন এসে বাবাকে ধাক্কা দিলে তিনি মাটিতে পড়ে যান। তাকে তুলে হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। 

সহকারী রিটানিং কর্মকর্তা নিগার সুলতানা জানান, লাশ ময়নাতদন্তে পাঠানো হয়েছে। রিপোর্ট আসার পর মৃত্যুর বিষয় নিশ্চিত বলা যাবে।

দেবিদ্বার থানার অফিসার ইনচার্জ মো. নয়ন মিয়া জানান, মৃত্যুর ঘটনাটি রাজনৈতিক সহিংসতায় নাকি অন্য কোন ঘটনায় তা ময়নাতদন্তের পূর্বে কিছু বলা যাবেনা। 


বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ

এই রকম আরও টপিক

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর