চুয়াডাঙ্গার জীবননগরে কুমড়ার বীজ ভাঙাতে গিয়ে রাইস মিলের মোটরে গায়ের চাদর জড়িয়ে সুকিরন বিবি (৪২) নামে এক নারীর মৃত্যু হয়েছে। বুধবার সকাল সাড়ে ৭টার দিকে উপজেলার আন্দুলবাড়িয়া মিস্ত্রিপাড়ায় জাহান আলীর রাইস মিলে এ ঘটনা ঘটে।
নিহত সুকিরন বিবি একই উপজেলার কাশিপুর গ্রামের আবুল হোসেনের মেয়ে।
স্থানীয়রা জানায়, বুধবার সকালে সুকিরন বিবি কুমড়ার বীজ ভাঙাতে জাহান আলীর রাইস মিলে আসে। এসময় অসাবধানতাবসত সুকিরনের গায়ের চাদর রাইস মিলের একটি মোটরে পেঁচিয়ে যায়। এতে গলায় ফাঁস লেগে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
জীবননগর থানার অফিসার ইনচার্জ (ওসি) এসএম জাবিদ হাসান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। প্রাথমিকভাবে ঘটনাটি দুর্ঘটনা বলে মনে হয়েছে। প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হচ্ছে।
বিডি প্রতিদিন/হিমেল