৬ ফেব্রুয়ারি, ২০২৪ ১৭:২৯

নেত্রকোনায় দুটি অবৈধ ডায়াগনস্টিক সেন্টারে সিলগালা

নেত্রকোনা প্রতিনিধি

নেত্রকোনায় দুটি অবৈধ ডায়াগনস্টিক সেন্টারে সিলগালা

স্থানীয় প্রশাসনের অভিযান

নেত্রকোনার দুর্গাপুরে অবৈধ ডায়াগনস্টিক সেন্টারগুলোতে অভিযান পরিচালনা করেছে স্থানীয় প্রশাসন। এসময় দুটি ডায়াগনস্টিক সেন্টার সিলগালা করে বন্ধ করে দেওয়া হয়েছে। অন্য দুটিকে মোট ১৮ হাজার টাকা জরিমানা আদায় ও একটিকে সতর্ক করা হয়।

মঙ্গলবার দুপুরে এ অভিযান পরিচালনা করেন দুর্গাপুর উপজেলা প্রশাসন। অভিযান পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী ভূমি মোহাম্মদ মোস্তাফিজুর রহমান ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডাক্তার তাঞ্জলিরুল ইসলাম রায়হান।

জানা গেছে, নেত্রকোনার দুর্গাপুরে পৌর শহরের বিভিন্ন ডায়াগনস্টিক সেন্টার ও ক্লিনিকে গোপন সংবাদের খবরে অভিযান চালায় স্থানীয় প্রশাসন। অভিযান চলাকালে প্রয়োজনীয় কাগজপত্র না থাকায় শস্য ডায়াগনস্টিক সেন্টার ও আফরোজা ডিজিল্যাবকে সিলগালা করে দেয় প্রশাসন।

এ ছাড়াও অব্যবস্থাপনার কারণে বিরিশিরি নিরাময় ডায়াগনস্টিক সেন্টারকে নগদ ১৫ হাজার টাকা জরিমানা ও বুশরা ডেন্টাল কেয়ারকে তিন হাজার টাকা জরিমানাসহ মোট ১৮ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে বলে নিশ্চিত করেছেন অভিযান পরিচালনাকারী চিকিৎসক ডাক্তার তাঞ্জলিরুল ইসলাম রায়হান।

এদিকে, জিবিসি ব্রডব্যাংকস ক্লিনিক ও নাসিং হোমকে সতর্কতামূলক প্রয়োজনীয় সকল প্রকার কাগজপত্র তলব করা হয়েছে।

বিডি প্রতিদিন/এমআই

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর