৬ ফেব্রুয়ারি, ২০২৪ ১৮:৪৩

অস্ত্র মামলায় সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার

কুষ্টিয়া প্রতিনিধি:

অস্ত্র মামলায় সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার

অস্ত্র মামলায় ১৪ বছরের সাজাপ্রাপ্ত কুষ্টিয়ার লালনকে ৯ বছর পর ফরিদপুর থেকে গ্রেফতার করেছে র‌্যাব। ২০১৫ সালে অস্ত্র মামলায় তার ১৪ বছরের জেল হয়। সে সময় ৬ মাস জেল খেটে জামিনে মুক্ত হয়ে পালিয়ে যায়।

র‌্যাবের কুষ্টিয়া ক্যাম্পের কমান্ডার লেঃ কমান্ডার বিএনএম আবুল হাশেম সবুজ জানান, লালন হোসেন কুষ্টিয়া জেলার কুমারখালী উপজেলার মনোহরপুর গ্রামের শুকুর আলীর ছেলে। ২০১৫ সালের ২১ মে নিজ গ্রামের বাঁশ বাগান থেকে অবৈধ অস্ত্রসহ গ্রেফতার হন। ওই ঘটনায় অস্ত্র মামলায় বিশেষ ট্রাইব্যুনাল আদালত-১ এর বিচারক লালনকে ১৪ বছরের সশ্রম কারাদণ্ডের রায় দেন। সে সময় প্রায় ৬ মাস জেল খেটে জামিনে মুক্তি পান লালন। এরপর থেকেই তিনি পলাতক ছিলেন।

দীর্ঘ প্রচেষ্টার পর কুষ্টিয়া ও ফরিদপুরের র‌্যাব যৌথ অভিযান চালিয়ে মঙ্গলবার সকালে ফরিদপুর রেলস্টেশন এলাকা থেকে লালন হোসেনকে গ্রেফতার করতে সক্ষম হয়। তাকে কুষ্টিয়ার কুমারখালী থানায় হস্তান্তর করা হয়েছে।
র‌্যাব জানায়, জামিনের পর থেকে ফরিদপুর চলে যায় লালন। সেখানে তিনি ভাঙ্গারীর দোকানে দৈনিক দিন মজুরি হিসেবে কাজ শুরু করে। পরিচয় গোপন রেখে আপন নামে পরিচিত হন।

বিডি প্রতিদিন/এএ

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর