৮ ফেব্রুয়ারি, ২০২৪ ২১:৩১

জেলের জালে উঠে এলো মোটরসাইকেল

নিজস্ব প্রতিবেদক, বরিশাল

জেলের
জালে উঠে এলো মোটরসাইকেল

বরিশালের বাবুগঞ্জ উপজেলার আড়িয়াল খাঁ নদে জেলেদের জালে উঠে এসেছে একটি মোটরসাইকেল। বৃহস্পতিবার ভোরে উদ্ধার হওয়া মোটরসাইকেলটি হেফাজতে নিয়েছে বাবুগঞ্জ থানা পুলিশ। 

স্থানীয়রা জানান, ভোরে মীরগঞ্জ সংলগ্ন আড়িয়াল খাঁ নদে জাল ফেলে মাছ শিকার করছিলেন একই উপজেলার রহমতপুর ইউনিয়নের রাজগুরু নতুনচর গ্রামের রিপন হাওলাদার ও সায়েম মল্লিক। এ সময় তাদের জালে বেঁধে একটি মোটরসাইকেল উঠে আসে। পরে মোটরসাইকেলটি মীরগঞ্জ ফেরিঘাটে নিয়ে যায় তারা। খবর পেয়ে বাবুগঞ্জ থানা পুলিশ মোটর সাইকেলটি তাদের হেফাজতে নেয়। 

জেলে রিপন হাওলাদার জানান, ভোরে তারা আড়িয়াল খাঁ নদে মাছ শিকার করছিলেন। তখন মোটরসাইকেলটি জালে আটকে যায়। প্রথমে মনে করেছিলেন নদের তলদেশে কোন গাছের সঙ্গে জাল আটকে গেছে। পরে স্থানীয়দের সহায়তায় জাল তুলে দেখতে পান একটি পুরনো মোটরসাইকেল। 

বাবুগঞ্জ থানার ওসি মাকসুদুর রহমান জানান, জেলেদের জালে উদ্ধার হওয়া মোটরসাইকেলটির প্রকৃত মালিক শনাক্ত করা যায়নি। মোটরসাইকেলটি চোরাইও হতে পারে আবার লঞ্চ থেকেও পড়ে যেতে পারে। এ বিষয়ে অনুসন্ধান চলছে। প্রকৃত মালিক পাওয়া গেলে মোটরসাইকেলটি তার কাছে হস্তান্তর করা হবে। 

বিডি প্রতিদিন/এএ

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর