ঐতিহ্যবাহী নাটোর প্রেস ক্লাবের নবনির্মিত ভবন উদ্বোধন করা হয়েছে। আজ বুধবার বেলা ১১টায় প্রধান অতিথি হিসেবে ভবন উদ্বোধন করেন নাটোর-২ আসনের (নাটোর সদর ও নলডাঙ্গা) সংসদ সদস্য মোঃ শফিকুল ইসলাম শিমুল।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ মাছুদুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার মোঃ শরিফুল ইসলাম, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক মোঃ আব্দুল ওয়াদুদ এবং নাটোর সদর উপজেলা নির্বাহী অফিসার সারমিনা সাত্তার, জেলা আওয়ামী লীগের সদস্য দিলীপ কুমার দাস, সিনিয়র সাংবাদিক এস এম সেদরুল হুদা ডেভিড ও এস এম মনজুর-উল-হাসান প্রমুখ। নাটোর প্রেস ক্লাবের সভাপতি ফারাজী আহম্মদ রফিক বাবন এর সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন ভবন উদ্বোধন কমিটির আহবায়ক মোস্তাফিজুর রহমান টুটুল।
বিডি প্রতিদিন/এএ