গাজীপুরের টঙ্গী সফিউদ্দিন রোড এলাকায় ছিনতাইকালে জনকল্যাণ ও নিরাপত্তা পরিষদের কর্মীরা ধাওয়া করে এক ইউনুস (২২) নামে এক ছিনতাইকারীকে গণধোলাই দিয়েছে। এসময় ধারালো অস্ত্র উদ্ধার করা হয়। পরে তাকে পুলিশে সোপর্দ করা হয়।
ইউনুস মোক্তারবাড়ি বেঙ্গিবাড়ি রোড এলাকায় পরিবারের সঙ্গে বসবাস করতেন।
স্থানীয় সূত্রে জানা যায়, আজ শনিবার ভোরে ছিনতাই চক্রের সদস্য সায়েম এর নেতৃত্বে একদল ছিনতাইকারী সফিউদ্দিন রোড়ের মাথায় পথচারীদের পথরোধ করে ছিনতাই করে। এসময় সমাজকল্যাণ ও নিরাপত্তা পরিষদের কর্মীরা বিষয়টি টের পেয়ে সবাই সংঘবদ্ধ হয়ে তাদের ধাওয়া করে একজনকে আটক করে। পরে তার কাছ থেকে ধারালো একটি চাপাতি উদ্ধার করে।
এ বিষয়ে পশ্চিম থানার পরিদর্শক (তদন্ত) মো: জাকির হোসেনের সাথে যোগাযোগ করলে তিনি বলেন, তার বিরুদ্ধে ছিনতাই মামলা শেষে তাকে আদালতে প্রেরণ করা হয়েছে।
বিডি প্রতিদিন/হিমেল