গাজীপুরে বাসচাপায় মোটরসাইকেল আরোহী এক কলেজ শিক্ষার্থী নিহত হয়েছেন। নিহত হাবিবুর রহমান হাবিব (২১) জামালপুর জেলার ইসলামপুর থানার ডিগ্রীর চর বেপারী পাড়ার সাইদুল ইসলামের ছেলে। তিনি টঙ্গী পূর্ব থানার মরকুন মধ্যপাড়া এলাকায় পরিবারের সঙ্গে বসবাস করতেন। তিনি পূবাইল আদর্শ ডিগ্রি কলেজ থেকে চলতি বছর এইচএসসি পাস করেছিলেন। মঙ্গলবার সকাল ১১টার দিকে টঙ্গী-কালীগঞ্জ আঞ্চলিক সড়কে এ দুর্ঘটনা ঘটে।
গাজীপুর মেট্রোপলিটন পুলিশের (জিএমপি) পূবাইল থানার ওসি মো: কামরুজ্জামান জানান, মঙ্গলবার সকাল ১১টার দিকে টঙ্গীর নিমতলী থেকে মোটরসাইকেলযোগে পূবাইলের মীরেরবাজারের দিকে যাচ্ছিলেন হাবিব। টঙ্গী-কালীগঞ্জ আঞ্চলিক সড়কের গাজীপুর সিটি করপোরেশনের পূবাইলের করমতলা এলাকায় পৌঁছলে একটি ইজিবাইক মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়। পরে ইজিবাইকের ধাক্কায় মোটরসাইকেলের চালক সড়কে পড়ে গেলে নরসিংদী থেকে আসা ঢাকাগামী পরিবহনের একটি বাস মোটরসাইকেল চালককে চাপা দিলে ঘটনাস্থলেই তিনি নিহত হন। তবে বাস ও চালক কাউকেই আটক করা যায়নি।
বিডি প্রতিদিন/এএম