মাগুরার শ্রীপুরে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা খেয়ে নয়ন মন্ডল (২৫) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। মঙ্গলবার মাগুরা জেলার শ্রীপুর উপজেলার সারঙ্গদিয়া গ্রামে সকাল সাড়ে নয়টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নয়ন মন্ডল ওই গ্রামের মো. বিকু মন্ডলের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সকালে দুলাভাইয়ের মোটরসাইকেল নিয়ে বাড়ি থেকে বের হন নয়ন। স্থানীয় বাজার থেকে বাড়ি ফেরার পথে দ্রুত গতিতে গাড়ি চালানোর সময় একটি ইজিবাইককে সাইট দিতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে গাছের সঙ্গে ধাক্কা খায় সে। এ সময় স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ নিয়ে গেলে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।
দুর্ঘটনায় মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে শ্রীপুর থানার ওসি তদন্ত গৌতম ঠাকুর বলেন, ছেলেটিকে হাসপাতালে নেওয়ার পরই ডাক্তার তাকে মৃত ঘোষণা করেছে। এ বিষয়ে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।
বিডি প্রতিদিন/এএম