৩ মার্চ, ২০২৪ ১৯:০৩

মেয়েকে নকল সরবরাহ করতে গিয়ে বাবার কারাদণ্ড

নিজস্ব প্রতিবেদক, রংপুর

মেয়েকে নকল সরবরাহ করতে 
গিয়ে বাবার কারাদণ্ড

রংপুরের পীরগাছায় হাজী ছফের উদ্দিন সিনিয়র মাদ্রাসা পরীক্ষা কেন্দ্রে মেয়েকে নকল সরবরাহের অভিযোগ উঠেছে বাবার বিরুদ্ধে। রবিবার দুপুরে মাদ্রাসা বোর্ডের ইংরেজি প্রথমপত্র পরীক্ষা চলাকালীন সময়ে মেয়েকে নকল সরবরাহ করতে গিয়ে আটক এক অভিভাবককে ৪ মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। 

জানা গেছে, পীরগাছা হাজী ছফের উদ্দিন সিনিয়র মাদ্রাসা পরীক্ষা কেন্দ্রের বাইরে থেকে একটি কাগজে ৫টি প্রশ্নের উত্তর লিখে ফটোকপি করে নিজ মেয়েসহ অন্যদের সরবরাহ করতে গেলে কর্তব্যরত পুলিশ নকলসহ ছফির উদ্দিন (৫২) নামে একজনকে আটক করে। আটক ছফির উদ্দিন পাশর্^বর্তী সুন্দরগঞ্জ উপজেলার তারাপুর ইউনিয়নের ঘগোয়া গ্রামের দিয়ানত উল্লাহর ছেলে এবং পীরগাছা উপজেলার তাম্বুলপুর ইউনিয়নের নন এমপিওভুক্ত রহমতের চর দাখিল মাদ্রাসার শিক্ষক বলে জানা গেছে। তার নিকট ৯টি উত্তরপত্রের ফটোকপি পাওয়া গেছে। খবর পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নাজমুল হক সুমন ভ্রাম্যমাণ আদালত বসিয়ে ছফির উদ্দিনকে ৪ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন। 
পীলগাছা থানার ওসি সুশান্ত কুমার সরকার বলেন, সাজাপ্রাপ্তকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে। 
 
বিডি প্রতিদিন/এএ

 

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর