৪ মার্চ, ২০২৪ ১৮:১০

চুয়াডাঙ্গায় ভোক্তা অধিকারের অভিযান

চুয়াডাঙ্গা প্রতিনিধি:

চুয়াডাঙ্গায় ভোক্তা অধিকারের অভিযান

চুয়াডাঙ্গায় বিভিন্ন নামি কম্পানির নকল তেল জব্দ করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। জব্দ করা বিপুল পরিমাণ পণ্য বিনষ্ট করা হয়েছে। ৩০ হাজার টাকা জরিমানা করা হয়েছে নকল পণ্যের সরবরাহকারিকে। সোমবার বিকেলে চুয়াডাঙ্গা শহরের শ্যাকড়াতলা পাড়ায় এ অভিযান চালানো হয়। 

চুয়াডাঙ্গার জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারি পরিচালক সজল আহমেদ জানান, গোপন সংবাদের ভিত্তিতে বিকেলে শহরের শ্যাকড়াতলা পাড়ায় অভিযান চালিয়ে বিভিন্ন নামি কোম্পানির প্যারাসুট নারিকেল তেল, জনসন ও কুমারিকা তেলসহ বিভিন্ন প্রকার নকল পণ্য পাওয়া যায়। নকল পন্যের ডিলার জানিফ হোসেনকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়। নকল পণ্য প্রকাশ্যে বিনষ্ট করা হয়। 

বিডি প্রতিদিন/এএম

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর