৮ এপ্রিল, ২০২৪ ১২:২৩

বান্দরবানে অস্ত্র-গুলিসহ কেএনএফের দুই সদস্য আটক : আইএসপিআর

বান্দরবান প্রতিনিধি

বান্দরবানে অস্ত্র-গুলিসহ কেএনএফের দুই সদস্য আটক : আইএসপিআর

বান্দরবানে অস্ত্র-গুলিসহ সশস্ত্র গোষ্ঠী কুকি-চিন ন্যাশনাল ফ্রন্টের (কেএনএফ) সক্রিয় দুই সদস্যকে   আটক করা হয়েছে। 

আজ সোমবার জেলার রুমা উপজেলার বেথেলপাড়ায় যৌথ বাহিনীর তল্লাশি অভিযান চালিয়ে তাদের   আটক করা হয়।

আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) পরিচালকের পক্ষ থেকে সহকারী পরিচালক রাশেদুল আলম খান স্বাক্ষরিত গণমাধ্যমে পাঠানো বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়েছে। 

এতে বলা হয়েছে, আজ বেথেলপাড়ায় যৌথ বাহিনী তল্লাশি অভিযান চালিয়ে কেএনএফের সক্রিয় দুজন সদস্যকে আটক করেছে। একই সঙ্গে সাতটি দেশীয় বন্দুক, ২০ রাউন্ড গুলি, ল্যাপটপ, ইউনিফর্ম ও বুট উদ্ধার করা হয়েছে।

এর আগে গতকাল চেওসিম বম নামের কেএনএফের এক নেতাকে বিশেষ যৌথ অভিযানে গ্রেফতার করে র‍্যাব। পরে আরও চারজনকে গ্রেফতার করা হয়।

প্রসঙ্গত, গত ২ ও ৩ এপ্রিল রুমা এবং থানচিতে ব্যাংক লুট ও আইনশৃঙ্খলা বাহিনীর ১৪টি অস্ত্র লুট করেছিল কেএনএফ। এ ঘটনায় এ পর্যন্ত রুমায় চারটি ও থানচিতে চারটি মামলা করা হয়েছে।

বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন

 

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর