কক্সবাজারের টেকনাফে কথা কাটাকাটি জেরে প্রতিপক্ষের মারধরে আহত মো. সাবের (৩৫) নামে এক ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। বুধবার রাত সাড়ে ১১টার দিকে চট্টগ্রামে একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। নিহত মো. সাবের টেকনাফ পৌরসভার দক্ষিণ জালিয়াপাড়ার ৯ নম্বর ওয়ার্ডের বাসিন্দা মৃত আব্দু সমদের ছেলে।
বৃহস্পতিবার এ তথ্য নিশ্চিত করেছেন টেকনাফ পৌরসভার ৯ নং ওয়ার্ডের কাউন্সিলর নুরুল বশর নুরশাদ।
টেকনাফ মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ ওসমান গনি বলেন, এ ঘটনায় নিহত ব্যক্তির বড় ভাই বাদী হয়ে একটি অভিযোগ দিয়েছেন। পুলিশ ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের গ্রেফতারে অভিযান অব্যাহত রেখেছে। লাশ ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
বিডি প্রতিদিন/এএম