বরগুনার এম. বালিয়াতলী ইউনিয়নের ছোট বালিয়াতলী বিষখালী নদী থেকে বৃহস্পতিবার সন্ধ্যায় জেলেদের উদ্বারকৃত ৬ মাস বয়সী একটি পুরুষ চিত্রা হরিণ শুক্রবার দুপুরে তালতলীর টেংরাগিরি ইকোপার্কে অবমুক্ত করা হয়েছে।
ধারণা করা হচ্ছে, সুন্দরবনে হরিণ শিকারীদের ধাওয়ায় হরিণটি দীর্ঘ নদী সাতরিয়ে বিষখালী নদীতে আসে। বৃহস্পতিবার বিষখালী নদীতে মাছ শিকাররত জেলেদের জালে হরিণটি আটকে পড়লে জেলেরা উদ্বার করে বরগুনা বনবিভাগের নিকট হস্তান্তর করে।
তালতলীর বন বিভাগের রেইঞ্জার মতিয়ার রহমান বলেন, হরিণটি শক্তিশালী। ৭০-৮০ কেজি ওজন হবে। এটি চিত্রা জাতের পুরুষ হরিণ। শিকারিদের ধাওয়ায় আত্মরক্ষায় নদীতে ঝাঁপ দেয় হরিণটি।
বিডি প্রতিদিন/এএম