নিজস্ব প্রতিবেদক, যশোর
যশোরে ধান কাটতে গিয়ে অসুস্থ হয়ে আহসান হাবিব (৩৫) নামে একজন স্কুলশিক্ষকের মৃত্যু হয়েছে। তিনি যশোর সদর উপজেলার আমদাবাদ মাধ্যমিক বিদ্যালয়ের বাণিজ্য বিভাগের সহকারী শিক্ষক ছিলেন।
ওই স্কুলের প্রধান শিক্ষক এ জেড এম মাসুদ পারভেজ জানান, সকালে মাঠে ধান কাটতে গিয়েছিলেন শিক্ষক আহসান হাবিব। সেখানে অসুস্থ হয়ে পড়লে পরিবারের লোকজন তাকে যশোর জেনারেল হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. হারুন অর রশিদ বলেন, শিক্ষক আহসান হাবিবকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়। তিনি হিটস্ট্রোকে আক্রান্ত হয়ে মারা গেছেন কি না, তা পরীক্ষা-নিরীক্ষা ছাড়া বলা সম্ভব নয়। মাল্টি ইনফেকশনাল ডিজেজে আক্রান্ত হয়ে তার মৃত্যু হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
শিক্ষক আহসান হাবিব যশোর সদর উপজেলার সিলুমপুর গ্রামের ইউসুফ আলীর ছেলে।
বিডি প্রতিদিন/জুনাইদ আহমেদ