তীব্র তাপপ্রবাহে লক্ষ্মীপুরে হিট স্ট্রোক করে হৃদয় নামে এক যুবক জেলা সদর হাসপাতালে ভর্তি হয়েছেন।
রবিবার দুপুর ১২টায় জেলা সদরের লাহারকান্দি ইউনিয়নের আবিরনগর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ভোট দিতে এসে এ ঘটনা ঘটে। হৃদয় একই গ্রামের বাসিন্দা হারুনুর রশিদের ছেলে।
লক্ষ্মীপুর সদর হাসপাতালে কর্তব্যরত চিকিৎসক একে আজাদ জানান, হিট স্ট্রোক করে হাসপাতালে ভর্তি হয়েছেন হৃদয়। তার চিকিৎসা চলছে। তাছাড়া তীব্র গরমের প্রভাবে প্রতিদিন বহু রোগী হাসপাতালে ভর্তি হচ্ছেন।
বিডি প্রতিদিন/এমআই