লালমনিরহাটের পাটগ্রামে পাগলা কুকুরের কামড়ে ১০ জন আহত হয়েছেন বলে জানা গেছে। রবিবার দুপুরে বাউড়া ইউনিয়নের ৬ নং ওয়ার্ডের ইউপি সদস্য মো. আনারুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।
এর আগে সকালে উপজেলার বাউড়া ইউনিয়নের নবীনগর এলাকার বিভিন্ন ওয়ার্ডে সারাদিন এ ঘটনা ঘটে বলে নিশ্চিত করেছেন সংশ্লিষ্ট ইউপি সদস্যবৃন্দ।
বাউড়া ইউনিয়নের ৬ নং ওয়ার্ডের ইউপি সদস্য মো. আনারুল ইসলাম জানান, শারীরিক প্রতিবন্ধী ওই ব্যক্তির নাম নুর ইসলাম (৫০) সে তার ওয়ার্ডের বাসিন্দা। নুর ইসলাম ছাড়াও ওই ওয়ার্ডের স্বাস্থকর্মী শিউলি, ৭ নং ওয়ার্ডের সাফিয়া বেগমসহ বিভিন্ন এলাকার ৮ থেকে ১০ জন ওই কুকুরের কামড়ে আহত হয়েছেন।
৭ নং ওয়ার্ডের ইউপি সদস্য মো. আব্দুল মতিন বলেন, ‘আমার ওয়ার্ডে প্রায় ৪ থেকে ৫ জনকে ওই কুকুরটি কামরিয়েছে। তাদে মধ্যে নাহিদ হাসান নামে এক স্কুল ছাত্র গুরুতর গুরুতর আহত হয়। তার বাসায় বেড়াতে আসা তাদের এক আত্মীয় সালমা নামে একজনকে ওই কুকুরের কামড়ে জখম হয়েছেন।’। বর্তমানে স্কুলছাত্র নাহিদ পাটগ্রাম থানা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধিন আছেন।
আহত স্কুলছাত্র নাহিদ জানান, হঠাৎ কুকুরটি তার সামনে আসে। এসময় কুকুরের হাবভাব দেখে সে ভয় পেয়ে দৌড় দেয়। সাথে সাথে কুকুরটিও তার পিছু নিয়ে তাকে আক্রমণ করে। পরে হাসপাতালে নিলে ডাক্তার তাকে ভ্যাকসিন দেয় ও ক্ষতস্থানে ব্যান্ডেজ লাগায়। সে চিকিৎসা নিতে গিয়ে দেখেন কুকুরের কামড়ে সেখানে নিপা নামের একটি মেয়েও চিকিৎসা নিতে এসেছে।
বাউড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. রাবিউল হক ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ওই কুকুরটিকে মেরে ফেলার ব্যবস্থা করা হয়েছে।
বিডি প্রতিদিন/এএম