কক্সবাজারে অভিযান চালিয়ে ছিনতাই, চুরি, মাদক ব্যবসাসহ বিভিন্ন অপরাধের সাথে জড়িত থাকা ৮ জনকে আটক করেছে কক্সবাজারের ট্যুরিস্ট পুলিশ।
শনিবার গভীর রাতে কক্সবাজারের ঝাউবন এলাকায় থেকে তাদেরকে আটক করা হয়।
আটকরা হলো- কক্সবাজার সরকারি কলেজ গেট এলাকার মৃত সুলতানের ছেলে মো. জুবায়ের (২৬), কলাতলী থানার মোঃ আমির সুলতানের ছেলে মোহাম্মদ আজু (২৮), নলুয়া থানাধীন চন্দনাইশ এলাকার নেপাল ধরের ছেলে রানা ধর (২২), লাইট হাউজ এলাকার মোহাম্মদ উল্লাহর ছেলে মোঃ হোসেন (২১), কালিপুরের মো. মোস্তফা আলীর ছেলে মো. সরোয়ার কামাল (১৯), দন্দ্রী কালানীর রহিদ উল্লাহর ছেলে মো. জামাল (২০), দখিন কলাতলীর তাহেরের ছেলে শের আলী (২৫) ও পি.টি. স্কুল থানার মনছুর কন্যা মোছা. ঊর্মি খাতুন (১৫)।
বিষয়টি নিশ্চিত করে কক্সবাজার ট্যুরিস্ট পুলিশের রিজিওনের অতিরিক্ত ডিআইজি মো: আপেল মাহমুদ বলেন, এ বিষয়ে আমাদের অভিযান অব্যাহত থাকবে। অন্যায়ের বিরুদ্ধে সব সময় জিরো টলারেন্স নীতিতে কাজ করছে। এখানে কাউকে ছাড় দেওয়া হবে না।
বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন