গোপালগঞ্জে জাতীয় পেশাগত স্বাস্থ্য ও সেফটি দিবস উদযাপিত হয়েছে। এ উপলক্ষে রবিবার সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসন এবং কল-কারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তর আলোচনা সভার আয়োজন করে। এতে প্রধান অতিথির বক্তব্য দেন গোপালগঞ্জের জেলা প্রশাসক কাজী মাহবুবুল আলম।
অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) শেখ শামছুল আরেফীনের সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন কল-কারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের উপ মহাপরিদর্শক এইচ এম শাহাদাত।
অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জেকে পলিমার ইন্ডাস্ট্রিজ লিমিটেডের জেনারেল ম্যানেজার মোহাম্মদ কুতুব উদ্দিন, বাংলাদেশ প্রাইভেট হাসপাতাল-ডায়াগনস্টিক সেন্টার অ্যাসোসিয়েশনের সাংগঠনিক সম্পাদক মনির হোসেন, আকিজ জুট মিলের প্রতিনিধি আলমগীর হোসেন, কল-কারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের কর্মকর্তা মো. রকিবুল হাসান লিমন, মো. জুয়েল হোসেন, মো. মনিরুজ্জামানসহ আরও অনেকে।
বিডি প্রতিদিন/এমআই