নেত্রকোনার কেন্দুয়া সড়কের একটি পুরনো সেতুর মাঝেখানের স্প্যানে ফাটল দেখা দেয়ায় ভারি যানবাহন চলাচলে নিষেধাজ্ঞা দিয়েছে সংশ্লিষ্ট বিভাগ। এ নিয়ে রবিবার (২৮ এপ্রিল) দুপুরে সতর্ক বার্তা দিয়ে ফেসবুকে পোষ্ট করেছেন সদর উপজেলা নির্বাহী অফিসার তানিয়া তাবাসসুম। তিনি অফিসিয়াল ফেসবুক পেইজে এই সতর্কবার্তা দেন।
সতর্কবার্তায় উল্লেখ করা হয়, সদর উপজেলার কেন্দুয়া-মদন রোডে বায়রাউড়া ব্রিজে মাঝের স্প্যানে ফাটল দেখা দেয়ায় জেলা প্রশাসক এবং সড়ক ও জনপথ অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলীর পরামর্শে সেতুতে ভারি যানবাহন চলাচল নিরুৎসাহিত করা হলো। আগামী দুইদিনের মধ্যে বিকল্প বেইলি ব্রিজের ব্যবস্থা করা হচ্ছে।
তাছাড়া নতুন সেতুর এপ্রোচের কাজ খুব দ্রুতই সমাপ্ত হবে এবং নতুন সেতুটি চলাচলের উপযোগী করা হবে মর্মে সড়ক বিভাগ আশ্বস্ত করেছে।
এ ব্যাপারে নেত্রকোনা সড়ক বিভাগের নির্বাহী প্রকৌশলী মাহমুদ আলনূর সালেহীন বলেন, এটি অত্যন্ত পুরনো একটি সেতু। এর মেয়াদ শেষ হওয়ায় বিকল্প সেতু তৈরী হয়ে গেছে ইতিমধ্যেই।
৫৫ মিটার সেতুর কাজ শেষ। বাকি রয়েছে শুধু এপ্রোচ সড়ক। এর মাঝে পুরতানটির স্প্যানে ফাটল ধরায় আমরা রাত থেকেই এটিতে কাজ শুরু করবো। জরুরি সভা হচ্ছে। নতুন সেতুটি চালু হওয়া পর্যন্ত এখানে আপাতত চলাচলের জন্য একটি বেইলি দিয়ে দেয়া হবে।
বিডি প্রতিদিন/হিমেল