টাঙ্গাইলের সখীপুরে সূরীরচালা আব্দুল হামিদ চৌধুরী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক কফিল উদ্দিনের বিরুদ্ধে মানববন্ধন ও প্রতিবাদ সভা করেছে শিক্ষার্থী, অভিভাবক এবং এলাকাবাসী। রবিবার সকালে উপজেলার কাকড়াজান ইউনিয়নে ওই বিদ্যালয়ের মাঠে এ কর্মসূচি পালন করা হয়।
প্রধান শিক্ষকের বিরুদ্ধে বিদ্যালয়ের নানা অনিয়ম ও দুর্নীতির অভিযোগ তুলে বক্তৃতা করেন ইউপি সদস্য রুহুল আমিন, বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্য মনজুরুল মোরশেদ, করিম হোসেন প্রমুখ। এর আগে ওই প্রধান শিক্ষকের নানা অনিয়ম-দুর্নীতির অভিযোগে, শিক্ষা মন্ত্রণালয়, জেলা প্রশাসক, উপজেলা নির্বাহী কমকর্তা, জেলা ও উপজেলা শিক্ষা অফিসার বরাবর লিখিত অভিযোগ দেওয়া হয়েছে বলে তারা জানান।
স্কুল পরিচালনা কমিটির সদস্য মনজুরুল ইসলাম অভিযোগ করেন, প্রধান শিক্ষক নিজের ইচ্ছামত স্কুল পরিচালনা করেন। শিক্ষার্থীদের সঙ্গে খারাপ আচরণ করেন। নিয়ম বহির্ভূতভাবে নিজের স্ত্রীকে স্কুলে নিয়োগ দিয়েছেন। আমরা সদস্যরা মিলে কমিটির সভাপতি নির্বাচন করতে গেলে তিনি ও একাডেমিক সুপারভাইজারের মন মতো না হওয়ায় সেটি আমাদের না জানিয়ে স্থগিত করে গোপনে এডহক কমিটি করার জন্য আবেদন করে। প্রধান শিক্ষক নিজেই স্কুলে গাছ বিক্রি করে টাকা আত্মসাৎ করেছেন। এর কোনো হিসাব দেননি। কোনো ক্লাস না দিয়ে নিজের মতো করে স্কুলে আসা-যাওয়া করেন। তার বিরুদ্ধে অভিযোগের শেষ নেই।
এ বিষয়ে অভিযুক্ত প্রধান শিক্ষক কফিল উদ্দিন বলেন, আমার বিষয়ে যেসব অভিযোগ দেওয়া হয়েছে তা সবই মিথ্যা।
বিডি প্রতিদিন/হিমেল