বাংলাদেশের বিভিন্ন প্রান্ত ও ভারত থেকে শতাধিক কবি-সাহিত্যিকদের মিলনমেলার মধ্যদিয়ে রাজশাহীতে শুরু হয়েছে দুই দিনব্যাপী ‘হাসান আজিজুল হক সাহিত্য উৎসব- ২০২৪’। শুক্রবার সকালে রাজশাহী কলেজ মিলনায়তনে এ উৎসবের উদ্বোধন করেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের আইবিএস শাখার বঙ্গবন্ধু চেয়ার ও একুশে পদক জয়ী বিশিষ্ট লেখক অধ্যাপক সনৎ কুমার সাহা।
এরপর ভাষা সংগ্রামী মোশাররফ হোসেন আখুঞ্জী কর্তৃক 'লেখক' পত্রিকার মোড়ক উন্মোচন করা হয়েছে। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন লেখক পরিষদের সভাপতি অধ্যাপক রুহুল আমিন প্রামাণিক।
এসময় লেখক পরিষদের সহ-সভাপতি আকবারুল হাসান মিল্লাতের সঞ্চালনায় স্বাগত বক্তব্য দেন লেখক পরিষদের সাধারণ সম্পাদক ড. তসিকুল ইসলাম রাজা। শুভেচ্ছা বক্তব্য দেন হাসান আজিজুল হক সাহিত্য উৎসব ২০২৪ সদস্য সচিব হাসনাত আমজাদ।
এসময় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক গোলাম সাব্বির সাত্তার, বাংলা একাডেমি পুরস্কারপ্রাপ্ত কবি ও প্রাক্তন সচিব কবি আসাদ মান্নান, পশ্চিমবঙ্গ বাংলা একাডেমির পুরস্কারপ্রাপ্ত বিশিষ্ট কবি মৃদুল দাশগুপ্ত, অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) তরফদার আক্তার জামীল।
সম্মানিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড চেয়ারম্যান অলীউল আলম, রাজশাহী কলেজের অধ্যক্ষ আব্দুল খালেক, রাজশাহী সরকারি মহিলা কলেজ অধ্যক্ষ জুবাইদা আয়েশা সিদ্দীকা, ভাষা সংগ্রামী মোশাররফ হোসেন আখুঞ্জী।
উদ্বোধনীপর্ব শেষে প্রথম সেশনে- কবিতা বিষয়ক আলোচনা ও কবিতা পাঠ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পোস্ট মাস্টার জেনারেল (অব.) কবি শফিকুল আলম শফিক। এ পর্বে স্বরচিত কবিতা পাঠ করেন মোহাম্মদ কামাল, মাহবুবুর রহমান বাদশাহ, মাহী ফ্লোরা, সালাম তাসির, আউয়াল আনোয়ার, শাহনাওয়াজ প্রামানিক সুমন, স ম তুহিন, মঈন ফারুক, হাবিবুল ইসলাম তোতা, রেহানা জামান, রেহানা সুলতানা শিল্পী, সিকতা কাজল, ওয়ালী উল ইসলাম, মাহফুজ মুজাহিদ, শামীমা।
বিডি প্রতিদিন/এএম