সিরাজগঞ্জের কামারখন্দে ধান চাতালের বয়লার বিস্ফোরণে ফজল আলী (২৬) নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও দুই শ্রমিক আহত হয়েছেন।
শুক্রবার ভোরে উপজেলার জামতৈল পশ্চিম পাড়ার মেসার্স আজাহার চালকলের চাতালে এ দুর্ঘটনা ঘটে।
মৃত শ্রমিক ফজল আলী জামতৈল পশ্চিম পাড়ার রবিয়াল হোসেনের ছেলে। ।
শ্রমিকরা জানান, ধান সিদ্ধ করার সময় ভোরে বিকট শব্দে বয়লার বিস্ফোরণ ঘটে। এ সময় ফজল আলী, জহুরুল সেখ ও জিন্নাহ মণ্ডল আহত হয়। তাদের মধ্যে ফজলের মুখের অনেকাংশ থেতলে যায়। পরে গুরুতর অবস্থায় ফজল আলী কামারখন্দ হাসপাতালে প্রাথমিক চিকিৎসা শেষে ঢাকায় নেওয়ার পথে মারা যায়।
শ্রমিকরা আরও জানান, এক বছর যাবত বয়লারের পাইপ পরিবর্তন হলেও বয়লার পরিবর্তন না করায় এ দুর্ঘটন ঘটতে পারে।
তবে মেসার্স আজাহার চালকলের মালিক আজাহার আলী রাজা বলেন, গত ছয় মাস আগে বয়লার ও কয়েক দিন আগে বয়লারের পাইপ পরিবর্তন করা হয়েছে। বয়লারটি কেন বিস্ফোরণ হলো বুঝতে পারছি না।
কামারখন্দ উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহীন সুলতানা জানান, বিস্ফোরণের সংবাদ পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ঘটনায় তদন্ত কমিটি গঠন করা হবে।
বিডি-প্রতিদিন/বাজিত