ময়মনসিংহের ফুলপুরে সড়ক দুর্ঘটনায় অজ্ঞাত এক মহিলার (৩৫) মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার রাত সাড়ে ১০টার দিকে তার মৃত্যু হয়। জানা যায়, ঢাকা-শেরপুর আঞ্চলিক মহাসড়কে উপজেলার ইমাদপুর মটরভাঙা নামক স্থানে রাস্তা পারাপারের সময় একটি অজ্ঞাত পিকআপ ভ্যান তাকে ধাক্কা দেয়। এতে সে গুরুতর আহত হয়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে ফুলপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। পুলিশ জানিয়েছে সে মানসিক বিকারগ্রস্ত ছিল।
এ ব্যাপারে জানতে চাইলে ফুলপুর থানার ওসি মাহবুবুর রহমান বলেন, অজ্ঞাত ওই মহিলাকে ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। এছাড়া এখনো তার কোন পরিচয় মেলেনি। অপেক্ষার পরও তার পরিচয় না পাওয়া গেলে আলোচনা সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
বিডি প্রতিদিন/এএ