ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট (ইউপিডিএফ) খাগড়াছড়ি ও রাঙামাটি জেলায় আধাবেলা সড়ক ও নৌপথ অবরোধের ডাক দিয়েছে। বুধবার (১৫ মে) সকাল ৬টা থেকে অবরোধ শুরু হওয়ার ঘোষণা থাকলেও ভোর হওয়ার আগ থেকেই জেলার বিভিন্ন সড়কে শুরু হয় পিকেটিং।
খাগড়াছড়ি জেলা সদরসহ প্রতিটি উপজেলাতে অবরোধের সমর্থনে সড়কে পিকেটাররা অবস্থান নিয়েছে। জেলায় অন্তত বিশটির বেশি স্থানে সড়কে গাছের গুড়ি ফেলে আগুন জ্বালানো হয়েছে।
মাটিরাঙ্গা থানার ওসি কমল কৃষ্ণ ধর বলেন, পরিস্থিতি স্বাভাবিক আছে। যানবাহন চলাচল স্বাভাবিক আছে। কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটেনি।
খাগড়াছড়ি সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি তানভীর হাসান জানান, পরিস্থিতি স্বাভাবিক রাখতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। ঢাকা থেকে ছেড়ে আসা নৈশ কোচগুলোকে পুলিশি পাহারায় বিভিন্ন স্থানে পৌঁছে দেওয়া হচ্ছে।
বিডি প্রতিদিন/হিমেল