কক্সবাজারের টেকনাফ পৌরসভার গোদার বিল এলাকায় অভিযান চালিয়ে ১ কোটি টাকা মূল্যের ৯৪০ গ্রাম কিস্টাল ম্যাথ আইসসহ এক মাদক কারবারীকে আটক করেছে র্যাব-১৫ এর সদস্যরা। আটককৃত মাদক কারবারী হলেন, টেকনাফ পৌরসভার ৫নং ওয়ার্ড অলিয়াবাদ এলাজার মৃত আমির হামজার ছেলে ওমর ফারুক (২৬)। কক্সবাজার র্যাব-১৫ এর অতিরিক্ত পুলিশ সুপার ও সিনিয়র সহকারী পরিচালক (ল’ এন্ড মিডিয়া) মোঃ আবু সালাম চৌধুরী গণমাধ্যমকে এসব তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান, গতকাল রাতে গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-১৫ এর আভিযানিক,টেকনাফ থানাধীন হ্নীলা ইউনিয়নের হ্নীলা বাজারের পুরাতন রাইস মিলের সামনে একজন মাদক ব্যবসায়ী মাদকদ্রব্য ক্রয়-বিক্রয়ের উদ্দেশ্যে অবস্থান করছে। এমন ভিত্তিতে র্যাব-১৫, সিপিসি-২ হোয়াইক্যং ক্যাম্পের আভিযানিক দল উক্ত এলাকায় একটি মাদক বিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে। এ সময় আভিযানিক দলের উপস্থিতি বুঝতে পেরে একটি শপিং ব্যাগসহ রাতের আঁধারে পালানোর চেষ্টাকালে মাদক কারবারী ওমর ফারুককে আটক করতে সক্ষম হয়। পরবর্তীতে উপস্থিত সাক্ষীদের সম্মুখে আটককৃত ব্যক্তির দেহ ও তার হেফাজতে থাকা শপিং ব্যাগ তল্লাশি করে ৯৪০ গ্রাম ক্রিস্টালমেথ আইসসহ ১টি এন্ড্রয়েড ফোন জব্দ করা হয়।
বিডি প্রতিদিন/এএ