২৩ মে, ২০২৪ ১৮:৫৩

লঘুচাপের প্রভাবে সাগর কিছুটা উত্তাল, পরিবেশ গুমোট

কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি

লঘুচাপের প্রভাবে সাগর কিছুটা উত্তাল, পরিবেশ গুমোট

 লঘুচাপের প্রভাবে কুয়াকাটা সংলগ্ন বঙ্গোপসাগর কিছুটা উত্তাল হয়ে উঠছে। বৃহস্পতিবার সকাল থেকে আকাশ আংশিক মেঘাচ্ছন্ন রয়েছে। উপকূলীয় এলাকায় এক ধরনের গুমোট পরিবেশ বিরাজ করছে। এছাড়া বাতাসের চাপ কিছুটা বেড়েছে। একই সাথে স্বাভাবিক জোয়ারের চেয়ে নদ-নদীর পানির উচ্চতাও বৃদ্ধি পেয়েছে।

আবহাওয়া অফিস সূত্রে জানা গেছে, দক্ষিণপশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন পশ্চিম মধ্য বঙ্গোপসাগর এলাকায় অবস্থানরত লঘুচাপটি সামান্য উত্তর পূর্ব দিকে অগ্রসর ও ঘনীভূত হয়ে সুস্পষ্ট লঘুচাপ আকারে পশ্চিম মধ্য বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগর এলাকায় অবস্থান করছে। এটি আরও ঘনীভূত হতে পারে। এর প্রভাবে সাগর কিছুটা উত্তাল রয়েছে। তাই পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত গভীর অবস্থানরত সকল মাছধরা ট্রলারসমূহকে উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচল করতে বলেছে আবহাওয়া অফিস।

পটুয়াখালী জেলা আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহবুবা সুখী সাংবাদিকদের জানান, সুস্পষ্ট লঘুচাপটি কয়েক দিনের মধ্যে নিম্নচাপে পরিণত হতে পারে। তবে উপকূলে বৃষ্টি বা বজ্রবৃষ্টি হবে কিনা, সেটা এখনও নিশ্চিত বলা যাচ্ছে না।

বিডিপ্রতিদিন/কবিরুল

এই রকম আরও টপিক

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর