২৩ মে, ২০২৪ ২০:১৩

সখীপুরে বসতবাড়িতে অগ্নিকাণ্ড

সখীপুর (টাঙ্গাইল) প্রতিনিধিঃ

সখীপুরে বসতবাড়িতে অগ্নিকাণ্ড

প্রতীকী ছবি

টাঙ্গাইলের সখীপুরে বসতবাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনায় পাঁচ লক্ষাধিক টাকার মালামাল পুড়ে ছাই হয়েছে বলে জানায় স্থানীয় ফায়ার সার্ভিস অফিস। বৃহস্পতিবার দুপুরে পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের স্থানীয় মডার্ন ডক্টরস ক্লিনিকের পাশে কদ্দুস তালুকদারের বসতবাড়িতে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। প্রায় এক ঘণ্টা চেষ্টা চালিয়ে ফায়ার সার্ভিস আগুন নিয়ন্ত্রণে নিয়ে আসে। বৈদ্যুতিক শর্টসার্কিট থেকেই এ আগুন লেগেছে বলে ধারণা করছে ফায়ার সার্ভিসের কর্মকর্তারা।

ক্ষতিগ্রস্ত পরিবার জানায়, দুপুর বেলায় বাড়িতে কেউ ছিলো না। প্রতিবেশির কেউ একজন ফোন করে জানায় ঘরে আগুন লাগছে। বাড়িতে এসে দেখি সারা ঘরে আগুন লেগে গেছে। ফায়ার সার্ভিসে লোকজন এসে আগুন নিয়ন্ত্রণ করে।   
সখীপুর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার লাবলু তরফদার বলেন, ৩৩ হাত লম্বা একটি টিনসেট ঘরে আগুন লাগার সংবাদ পেয়ে ঘটনাস্থলে যাই। এক ঘণ্টার মধ্যেই আগুন নিয়ন্ত্রণে নিয়ে আসি। বাড়িতে কোন শিশু বা বয়স্ক মানুষ না থাকায় বড় ধরনের কোন ক্ষয়ক্ষতি হয়নি। 

বিডি প্রতিদিন/এএ

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর