২৫ মে, ২০২৪ ০৭:১৪

স্থলমাইন বিস্ফোরণে ২ বাংলাদেশি যুবক আহত

বান্দরবান প্রতিনিধি

স্থলমাইন বিস্ফোরণে ২ বাংলাদেশি যুবক আহত

বাংলাদেশ-মিয়ানমার সীমান্তবর্তী বান্দরবানের নাইক্ষ্যংছড়ির ঘুমধুম-তুমব্রু সীমান্তের ওপারে মিয়ানমারের অভ্যন্তরে স্থলমাইন বিস্ফোরণে ২ বাংলাদেশি যুবক আহত হয়েছেন। 

শুক্রবার (২৪ মে) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে এ ঘটনা ঘটে। এদের মধ্যে নবী হোসেন (২০) নামে এক যুবকের ডান পায়ের গোড়ালি বিচ্ছিন্ন হয়ে গেছে।

ঘুমধুম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাহাঙ্গীর আজিজ ঘটনার তথ্য নিশ্চিত করে জানান, স্থানীয়দের মাধ্যমে সীমান্তের ওপারে স্থলমাইন বিস্ফোরণে দুই বাংলাদেশি আহত হবার খবর শুনেছি। 

তিনি জানান, গুরুতর আহত নবী হোসেনকে প্রথমে উখিয়ার কুতুপালং এমএসএফ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। অবস্থা শঙ্কটাপন্ন হওয়ায় তাকে কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হয়। আহত অপর বাংলাদেশি মোহাম্মদ তাহের (২৮) কুতুপালং এমএসএফ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। 

তবে ঠিক কি কারণে সীমান্তের ওপারে তারা গেলো সে ব্যাপারে তিনি কিছুই জানেন না বলে জানান চেয়ারম্যান জাহাঙ্গীর আজিজ।

স্থানীয় সূত্রগুলো জানায়, আহত নবী হোসেন ও মোহাম্মদ তাহের সীমান্তের পাচারের উদ্দেশ্যে চোরাই পণ্য সামগ্রী আনা, নেয়ার কাজ করতে গিয়ে এমন ঘটনার সম্মুখীন হন।

ঘুমধুম পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ মাহফুজ ইমতিয়াজ ভুঁইয়া জানান, ঘটনাস্থল বাংলাদেশের বাইরে হওয়ায় এ বিষয়ে আমরা বিস্তারিত জানি না।


বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ

এই রকম আরও টপিক

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর