২৬ মে, ২০২৪ ১০:৩৮

ঘূর্ণিঝড় রেমালের প্রভাবে ভোলায় বৈরী আবহাওয়া, প্রস্তুত ৮৬৯ আশ্রয় কেন্দ্র

ভোলা প্রতিনিধি :

ঘূর্ণিঝড় রেমালের প্রভাবে ভোলায় বৈরী আবহাওয়া, প্রস্তুত ৮৬৯ আশ্রয় কেন্দ্র

ঘুর্ণিঝড় রেমালের প্রভাবে ভোলায় বৈরী আবহাওয়া বিরাজ করছে। সকালে আকাশে রোদ আর মেঘের লুকোচুরি খেলা চলছে। খুব ভোরে কিছুক্ষণ গুড়ি গুড়ি বৃষ্টি হয়েছিল।  পাশাপাশি নদী-নালায় জোয়ারের পানি কিছুটা বেড়েছে। ইতিমধ্যে নদী ও সাগর তীরবর্তী এলাকায় থাকা মাছ ধরা ট্রলারগুলো নিরাপদে সরিয়ে আনার জন্য কাজ করছে প্রশাসন। ঘূর্ণিঝড়ের প্রভাবে বৈরী আবহাওয়ার কারণে গতকাল সন্ধ্যা থেকে ভোলা-লক্ষ্মীপুর নৌ-রুটের লঞ্চ ও ফেরি চলাচল বন্ধ রয়েছে।

এদিকে, ঘূর্ণিঝড় রেমাল আঘাত হানতে পারে এমন আশঙ্কায় সতর্কাবস্থায় রয়েছে প্রশাসন। ঘূর্ণিঝড় মোকাবেলায় গতকাল রাতে 'জেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটি'র জরুরি সভা অনুষ্ঠিত হয়েছে। প্রস্তুতির অংশ হিসেবে জেলার ৮৬৯টি আশ্রয় কেন্দ্র ও ১৪টি মুজিব কিল্লা প্রস্তুত করা হয়েছে। ১৩ হাজার ৮৬০ জন সিপিপির স্বেচ্ছাসেবক সদস্য ঘূর্ণিঝড় মোকাবেলায় মাঠে কাজ করছেন। গঠন করা হয়েছে ৮টি কন্ট্রোল রুম। পাশাপাশি জেলার বিচ্ছিন্ন ঝুঁকিপূর্ণ চরাঞ্চলের লক্ষাধিক বাসিন্দাদের নিরাপদ আশ্রয়ে সরিয়ে আনার জন্য প্রস্তুতি নিয়েছে প্রশাসন।

বিডি-প্রতিদিন/শআ

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর