২৬ মে, ২০২৪ ২০:০৮

গাইবান্ধায় অনগ্রসর জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে প্রশিক্ষণ

গাইবান্ধা প্রতিনিধি

গাইবান্ধায় অনগ্রসর জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে প্রশিক্ষণ

অনগ্রসর জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন কর্মসূচির আওতায় ২৬ মে থেকে ১৪ জুলাই পর্যন্ত ৪০ দিনব্যাপি আর্থ-সামাজিক প্রশিক্ষণের উদ্বোধন করা হয়েছে। গাইবান্ধায় রবিবার জেলা সমাজসেবা কার্যালয়ে এই প্রশিক্ষণের উদ্বোধন করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (মানব সম্পদ ও উন্নয়ন) সুশান্ত কুমার মাহাতো।

জেলা সমাজসেবা কার্যালয়ের উপ-পরিচালক মো. ফজলুল হকের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য দেন জেলা সমাজসেবার সহকারী পরিচালক মো. কামরুল হাসান সরকার, শহর সমাজসেবা কার্যালয়ের সমাজসেবা অফিসার রাজীব কুমার বাগচী, সদর উপজেলা সমাজসেবা অফিসার নাসির উদ্দিন শাহ প্রমুখ। প্রশিক্ষণের প্রথম দিনে সাত উপজেলার অনগ্রসর জনগোষ্ঠীর ৩০ জন অংশগ্রহণ করেন।

বিডি প্রতিদিন/এএ

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর