২৭ মে, ২০২৪ ১০:৩৯

'রিমাল' তাণ্ডবে খুলনার ৬ পয়েন্টে বেড়িবাঁধে ভাঙন, বিস্তীর্ণ এলাকা প্লাবিত

নিজস্ব প্রতিবেদক, খুলনা

'রিমাল' তাণ্ডবে খুলনার ৬ পয়েন্টে বেড়িবাঁধে ভাঙন, বিস্তীর্ণ এলাকা প্লাবিত

ছবি- বাংলাদেশ প্রতিদিন।

ঘূর্নিঝড় রিমালের তাণ্ডবে খুলনার কয়রা, পাইকগাছা, দাকোপ ও রূপসার ছয়টি পয়েন্টে বেড়িবাঁধ ভেঙে বিস্তীর্ণ এলাকা প্লাবিত হয়েছে। জোয়ারের পানিতে নিম্নাঞ্চলও প্লাবিত হয়েছে। দমকা বাতাসে গাছপালা উপড়ে পড়েছে। 

সোমবার (২৭ মে) সকাল ৬টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় ৬৫ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। পানি উন্নয়ন বোর্ড (পাউবো) সূত্রে জানা যায়, সোমবার ভোরে জোয়ারের পানির তীব্র চাপে কয়রার মহেশ্বরীপুর ইউনিয়নের সিংহেরচর, মহারাজপুর ইউনিয়নের দশহালিয়া ও দক্ষিণ বেদকাশি ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের বেলাল গাজীর বাড়ির সামনের বাঁধ ভেঙে গেছে। এছাড়া দাকোপের তিলডাঙা ইউনিয়নে কামিনীবাসিয়া পুরাতন স্লুইসগেট ও পাইকগাছা দেলুটি ইউনিয়নে তেলিগাতিতে বাঁধ ক্ষতিগ্রস্ত হয়েছে। 

পাউবো খুলনা পওর বিভাগ-২’র নির্বাহী প্রকৌশলী মো. আশরাফুল আলম জানান, ঘূর্ণিঝড়ের প্রভাবে বিভিন্ন স্থানে বাঁধ উপচে লোকালয়ে পানি ঢুকেছে। সেই সাথে পানির চাপে কয়েকটি স্থানে বাঁধ ক্ষতিগ্রস্ত হয়েছে। জরুরি ভিত্তিতে বাঁধ মেরামতের উদ্যোগ নেওয়া হয়েছে।


বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ

এই রকম আরও টপিক

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর