দিনাজপুরের বিরল সীমান্ত এলাকায় রাসেলস ভাইপার ও অজগর সাপের দেখা মিলেছে। এ নিয়ে সীমান্ত এলাকায় ছড়িয়ে পড়েছে সাপ আতঙ্ক। সোমবার দুপুরে দিনাজপুরের বিরল উপজেলার ধর্মপুর ইউপি'র এনায়েতপুর বিজিবি ক্যাম্প সংলগ্ন সীমান্ত এলাকায় একটি সাপ দেখতে পেয়ে স্থানীয়রা বনবিভাগকে খবর দেয়। বনবিভাগের লোকজন স্থানীয়দের সহায়তায় সাপটি উদ্ধার করে সাপটি অজগর বলে নিশ্চিত করে এবং ভয়ের কারণ নেই বলে জানান।
অপরদিকে গত শনিবার বিরল উপজেলার ভান্ডারা ইউপি'র বালান্দোর জলপাড়া সীমান্ত এলাকায় স্থানীয়রা একটি বিষধর রাসেলস ভাইপার সাপ দেখতে পেয়ে পিটিয়ে মেরে ফেলেছে।
বিষয়টি নিশ্চিত করেছেন বিরলের ধর্মপুর ফরেস্ট বীটের বীট কর্মকর্তা মহসীন আলী।
উল্লেখ্য, এর আগে একই ইউপি’র বেতুড়া রেন্টার ব্রিজ এলাকা থেকে একটি রাসেলস ভাইপার সাপ উদ্ধার করা হয়। এ ঘটনায় বিরল সীমান্ত এলাকায় সাপ আতঙ্ক বিরাজ করছে।
বিডি প্রতিদিন/এএম
 
                         
                                     
                                                             
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                        