যশোর শহরের লালদীঘী পাড়ে জেলা বিএনপি কার্যালয়ে হামলা চালিয়ে ভাঙচুর করা হয়েছে। পরে বিএনপি অফিসে থাকা আসবাবপত্রে আগুন দেয় হামলাকারীরা। খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি ইউনিট সেখানে গিয়ে আগুন নিয়ন্ত্রণ করে। ঘটনার সময় আওয়ামী লীগ কর্মী ওই স্থানে থাকা এক ব্যক্তিকে মারপিট করে আহত করে। আজ রবিবার সন্ধ্যায় এই হামলার ঘটনা ঘটে।
এদিকে, বিকালে মণিরামপুর উপজেলা আওয়ামী লীগের দুটি অফিসে এবং কেশবপুর উপজেলা আওয়ামী লীগের অফিসে হামলা চালিয়ে আগুন ধরিয়ে দেয় আন্দোলনকারীরা। এর আগে কেশবপুরে আওয়ামী লীগ কর্মীদের ছুরিকাঘাতে আন্দোলনকারীদের ৫ জন আহত হন।
বিএনপির কেন্দ্রীয় কমিটির খুলনা বিভাগীয় ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিত অভিযোগ করে বলেন, ভাঙচুর করা, আগুন লাগানো আওয়ামী লীগ নেতা-কর্মীদের স্বভাবজাত। যশোরে বিএনপি অফিসে, এবং মণিরামপুর ও কেশবপুরে আওয়ামী লীগ অফিসে আওয়ামী লীগই আগুন ধরিয়ে দিয়ে প্রতিপক্ষের ওপর দায় চাপাচ্ছে বলেও তিনি দাবি করেন।বিডি প্রতিদিন/আরাফাত