শেখ হাসিনার পতন উপলক্ষে নীলফামারীতে আনন্দ মিছিল ও সমাবেশ করেছে আইনজীবীরা। বুধবার দুপুরে জেলা জজ আদালত প্রাঙ্গণে এ কর্মসূচি পালন করা হয়।
এতে বক্তব্য দেন সিনিয়র আইনজীবী অ্যাভোকেট মিজানুর রহমান শামীম, নীলফামারী পৌর বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আল মাসুদ চৌধুরী।
আরও বক্তব্য রাখেন জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের জেলা সভাপতি অ্যাডভোকেট আবু মোহাম্মদ সোয়েম ও সাধারণ সম্পাদক রিনো খান, সহ-সাধারণ সম্পাদক বিপুলার সরকার ও জেলা আইনজীবী সমিতির গ্রন্থাগার বিষয়ক সম্পাদক গোলাম মোস্তফা সজিব।বিডি প্রতিদিন/এমআই