পটুয়াখালীর কলাপাড়ায় জাতীয়তাবাদী দল বিএনপির শান্তি সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার বিকেল ৪টায় উপজেলা নীলগঞ্জ ইউনিয়নের পাখিমার বাজারে এ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন ইউনিয়ন বিএনপির সভাপতি মো. কামরুজ্জামান শহিদ মাতুব্বর।
প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সভাপতি হাজী হুমায়ুন শিকদার। এছাড়া সভায় বক্তব্য রাখেন, প্রফুল্ল মহন মাধমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক সুখমার ভৌমিক, আইনজীবী তপন কুমার ভৌমিক প্রমুখ। এসময় বিএনপি ও তার অঙ্গ-সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি কোন প্রকার প্রতিশোধমূলক কর্মকাণ্ড থেকে সম্পূর্ণ বিরত থাকার জন্য নেতাকর্মীদের কঠোরভাবে অনুরোধ জানান।