৮ আগস্ট, ২০২৪ ১৫:০৭

গাইবান্ধায় বামপন্থী দলগুলোর ডাকে বিক্ষোভ সমাবেশ

গাইবান্ধা প্রতিনিধি

গাইবান্ধায় বামপন্থী দলগুলোর ডাকে বিক্ষোভ সমাবেশ

ছবি- বাংলাদেশ প্রতিদিন।

অবিলম্বে আন্দোলনকারী গণতান্ত্রিক শক্তিগুলোর মতামতের ভিত্তিতে অন্তর্বর্তীকালীন সরকার গঠন, সারাদেশে সংখ্যালঘু সম্প্রদায়ের ধর্মীয় উপাসনালসহ বাড়িঘর, ব্যাবসা প্রতিষ্ঠান এবং সরকারি-বেসরকারি অফিসে হামলা-ভাঙচুর-লুটপাট বন্ধের দাবীতে গাইবান্ধায় বামপন্থী দলগুলোর ডাকে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (৮ আগস্ট) দুপুরে শহরের গানাসাসের সামনে গাইবান্ধার বামপন্থী দলগুলোর ডাকে এ সমাবেশ করা হয়। সমাবেশে বক্তব্য রাখেন বাংলাদেশের সাম্যবাদী আন্দোলনের কেন্দ্রীয় সদস্য মনজুর আলম মিঠু, জেলা নেতা রোকেয়া খাতুন, জাহিদুল হক, সবুজ মিয়া, বাসদের কেন্দ্রীয় বর্ধিত ফোরামের সদস্য গোলাম রব্বানী, জেলা সদস্যসচিব সুকুমার চন্দ্র মোদক ও আফরোজা আব্বাসসহ আরও অনেকে।

বক্তারা আইন-শৃঙ্খলার চরম অবনতিতে গভীর উদ্বেগ প্রকাশ করেন। তারা দ্রুত সরকার গঠন করে দুর্বৃত্বদের দমন করার আহ্বান জানান। সেই সাথে আন্দোলনকারী লড়াকু ছাত্র-জনতাকে সর্বদা সজাগ থাকার আহবান জানান বক্তারা।


বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর