বগুড়া পৌরসভার ১১নং ওয়ার্ড কাউন্সিলর ও জেলা যুবদলের সাবেক সভাপতি সিপার আল বখতিয়ারকে সভাপতি ও প্যানেল মেয়র-১ এবং ৬নং ওয়ার্ড কাউন্সিলর পরিমল চন্দ্র দাসকে সাধারণ সম্পাদক করে বগুড়া জেলা কেমিস্ট অ্যান্ড ড্রাগিস্ট সমিতির কমিটি গঠন করা হয়েছে এমন সংবাদটি গণমাধ্যমে প্রকাশ করা হয়েছে।
সংবাটির প্রতিবাদ জানিয়েছেন কাউন্সিলর সিপার। কাউন্সিলর সিপার বৃহস্পতিবার দুপুরে গণমাধ্যমকে এক বিজ্ঞপ্তিতে জানান, আমি ও প্যানেল মেয়র-১ পরিমল চন্দ্র দাস একটা বিচারের কাজে কেমিস্ট অ্যান্ড ড্রাগিস্ট সমিতিতে গিয়েছিলাম। সেখানে কোন কমিটি গঠন করা হয়নি। আমাকে ও প্যানেল মেয়র পরিমল চন্দ্র দাসকে না জানিয়ে গণমাধ্যমে ও স্যোসাল মিডিয়াতে কেমিস্ট অ্যান্ড ড্রাগিস্ট সমিতির কমিটি গঠনের যে সংবাদ প্রকাশ করা হয়েছে তা মিথ্যা ও বানোয়াট।
আমি সংবাদটির তীব্র প্রতিবাদ ও নিন্দা জানাচ্ছি। আমি সিপার আল বখতিয়ার দীর্ঘদিন যাবৎ ১১নং ওয়ার্ড কাউন্সিলর হিসেবে মানুষের সেবা করে যাচ্ছি। আমার এই বিশাল রাজনৈতিক ক্যারিয়ার নষ্ট করার জন্য কেউ অতি উৎসাহি হয়ে এ রকম ভুল সংবাদ পরিবেশন করলে তা আমাকে না জানিয়ে গণমাধ্যম ও স্যোসাল মিডিয়াতে প্রকাশ না করার জন্য সকলকে অনুরোধ করছি।বিজ্ঞপ্তিতে তিনি আরও জানান, বৈষম্যবিরোধী আন্দোলনের পর আমরা যে স্বাধীনতা পেয়েছি তা ভোগ করার জন্য কেউ কারো উপর আক্রমণ করবেন না। সকল অন্যায় ও জ্বালাও পোড়াও থেকে বিরত থাকার জন্য অনুরোধ করছি। আমার নেতাকর্মী ও পৌরসভাবাসীকে অনুরোধ করছি বিনয়ী হয়ে দেশ গড়ার কাজে সকলে ঐক্যবদ্ধ থাকুন।
বিডি প্রতিদিন/আরাফাত