কক্সবাজারের চকরিয়ায় মহাসড়কে যানবাহন চলাচলে ট্রাফিকের ভূমিকায় কাজ করছে চকরিয়া সরকারি কলেজ বিএনসিসির (বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোর) সদস্যরা।
বৃহস্পতিবার সকাল ১০টা থেকে চকরিয়া পৌরশহরের বিভিন্ন পয়েন্টে যানচলে দায়িত্ব পাললে কাজ করছে বিএনসিসির ১ প্লাটুন সদস্য।
চকরিয়া সরকারি কলেজের প্রভাষক ও বিএনসিসি শাখার কমান্ডার জয়নাল আবেদীন জানান, সেনাবাহিনীর সাথে আলাপ করে বিএনসিসির সদস্যরা যানচলাচলে শৃঙ্খলা ফিরিয়ে আনতে কাজ করছে। এই কার্যক্রম চলমান থাকবে।
চকরিয়া পৌরশহরের সিএনজি চালক আবদুল কাদের জানান, যানচলাচলে বিএনসিসির সদস্যদের ভূমিকা প্রশংসার দাবিদার। এদের কারণে যানজট লাগব হচ্ছে। সাধারণ মানুষ নির্বিঘ্নে চলাচল করতে পারছে।বিডি প্রতিদিন/এএ