৯ সেপ্টেম্বর, ২০২৪ ১৪:১০

কালিহাতীতে বাল্কহেডের ধাক্কায় নৌকা ডুবে দুই যাত্রী নিখোঁজ

নিজস্ব প্রতিবেদক

কালিহাতীতে বাল্কহেডের ধাক্কায় নৌকা ডুবে দুই যাত্রী নিখোঁজ

টাঙ্গাইলের কালিহাতীতে বালুবাহী বাল্কহেডের ধাক্কায় যমুনার শাখা নিউ ধলেশ্বরী নদীতে ডুবে নৌকার দুই যাত্রী নিখোঁজ হয়েছে।

সোমবার (০৯ সেপ্টেম্বর) সকাল ১১টার দিকে উপজেলার জোকারচর এলাকায় এ ঘটনা ঘটে।

নিখোঁজ ওই দুই যাত্রী হচ্ছেন- উপজেলার দুর্গাপুর ইউনিয়নের মুক্তার হোসেন এবং টাঙ্গাইল সদর উপজেলার মালঞ্চ গ্রামের বাবু মিয়া।

স্থানীয়রা জানান, সকালে জোকারচর এলাকার খেয়াঘাটে নৌকায় করে কয়েকজন যাত্রী ধলেশ্বরী নদী পার হচ্ছিলেন। এসময় বালুভর্তি একটি বাল্কহেডের ধাক্কায় কয়েকজন যাত্রী নদীতে পড়ে যায়। সাঁতরে অন্য যাত্রীরা পারে উঠতে পারলেও বাবু ও মুক্তার নিখোঁজ হন। তাদের উদ্ধারে ফায়ার সার্ভিসের ডুবুরি দল নদীতে নিখোঁজদের উদ্ধারে তল্লাশি চালাচ্ছেন।
কালিহাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুল ফারুক বিষয়টি নিশ্চিত করেছেন।

বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর