ফরিদপুরে কর্মরত গণমাধ্যম কর্মীদের সাথে মতবিনিময় করেছেন সদ্য যোগদানকারী পুলিশ সুপার মো. আব্দুল জলিল। সোমবার দুপুরে পুলিশ সুপারের কার্যালয়ে এ মতবিনিময় সভাটি অনুষ্ঠিত হয়।
সভা থেকে পুলিশ সুপার বলেন, আজ থেকে পুলিশ হবে জনগনের। কোন দলীয় বাহিনীতে পরিনত হবেনা পুলিশ। মাদক, চাঁদাবাজ,সন্ত্রাসমুক্ত ফরিদপুর গড়তে সাংবাদিকদের সহযোগীতা কামনা করেন তিনি। সন্ত্রাস, চাঁদাবাজমুক্ত সমাজ গড়তে পুলিশকে সহযোগীতার কথা জানা সভায় উপস্থিত গনমাধ্যম কর্মীরা।
এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার এমদাদ হুসাইন, শৈলেন চাকমা, টিআই তুহিন লস্কর, কোতয়ালী থানার ওসি হাসানুজ্জামান, ফরিদপুর প্রেসক্লাবের সভাপতি কবিরুল ইসলাম সিদ্দিকী, সাধারণ সম্পাদক মাহাবুবুল ইসরাম পিকুল, সাবেক সাধারণ সম্পাদক কামরুজ্জামান সোহেল, সিনিয়র সাংবাদিক পান্না বালা, জাহিদ রিপন, সাজ্জাদ হোসেন রনি প্রমুখ।
বিডি প্রতিদিন/এএম