নোয়াখালী পরিবেশ উন্নয়ন সংস্থার উদ্যোগে বন্যায় ক্ষতিগ্রস্তদের জন্য সেনাবাহিনীর সদস্যের নিকট খাদ্য ও ত্রাণ সামগ্রী এবং এক হাজার বিশুদ্ধ পানির বোতল হস্তান্তর করা হয়েছে। বিকেলে সরকারি আবাসিক এলকায় পিকআপ ভর্তি এই খাদ্য সামগ্রী হস্তান্তর করা হয়েছে।
এই সময় পরিবেশ উন্নয়ন সংস্থার সভাপতি আবুল কাশেম, সাধারণ সম্পাদক ফজলুল করিম শরীফ সহ সংস্থার সদস্যরা উপস্থিত ছিলেন। এর আগে জেলা প্রশাসক দেওয়ান মাহবুবুর রহমানের নিকট বন্যায় দুর্গতদের জন্য খাদ্য সামগ্রী তুলে দেন। এছাড়া তারা সদর, সুবর্ণচর ও বেগমগঞ্জের বিভিন্ন গ্রামে বন্য দূর্গতদের মাঝে খাদ্য সামগ্রী ও বিশুদ্ধ বিতরণ করেছেন।
বিডি প্রতিদিন/এএম