গাজীপুরের কাপাসিয়ায় কৃষকদের মাঝে বিনামূল্যে ফলজ ও ঔষধি গাছের চারা বিতরণ করা হয়েছে। সোমবার দুপুরে বিনার আঞ্চলিক গবেষণা কেন্দ্রের সামনে উপজেলার টোক ইউনিয়নের বীর উজলী গ্রামের ২০ জন কৃষকের মাঝে এসব চারা গাছ বিতরণ করা হয়।
বাংলাদেশ পরমাণু কৃষি গবেষণা ইনস্টিটিউট (বিনা) ‘গবষেণা কার্যক্রম শক্তিশালীকরণ’ প্রকল্পের অর্থায়নে ও গাজীপুর বিনা আঞ্চলিক গবেষণা কেন্দ্র কর্তৃক আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিনার মহাপরিচালক ও পরমাণু কৃষি বিজ্ঞানী ড. মো. আবুল কালাম আজাদ।
বিনা গাজীপুর আঞ্চলিক কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা ফরিদ আহম্মেদের সভাপতিত্বে ও পরীক্ষণ কর্মকর্তা মো. আনোয়ারুল ইসলামের পরিচালনায় এতে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিনার বিজ্ঞানী ড. মাহবুবুল আলম তরফদার, বিনা ময়মনসিংহের এসএসও ড. রেজা মোহাম্মদ ইমন ও ড. মো. হাসানুজ্জামান।এ সময় বিনা গাজীপুর আঞ্চলিক কেন্দ্রের অন্যান্য কর্মকর্তা, কৃষক, বিভিন্ন মাধ্যমের স্থানীয় গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।
জানা গেছে, কৃষকের স্বাস্থ্য সুরক্ষা তথা পুষ্টির চাহিদা মেটানোর লক্ষ্যে বিভিন্ন জাতের ফলজ ও ঔষধি গাছের চারা বিতরণ করা হয়। বিতরণকৃত চারা গাছের মধ্যে ছিল বিনালেবু, বারি আম-৪, আম্রপালি, চায়না-৩ লিচু, আঠাবিহীন কাঁঠাল, বেল, ড্রাগন, আমড়া, লটকন, জাম্বুরা ও নিম।
বিডি প্রতিদিন/এমআই