বৃহত্তর বগুড়া সমিতি, ঢাকার ২৭ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। সাইফুল ইসলাম মুকুলকে আহ্বায়ক ও তৌহিদুল ইসলাম টিটুকে সদস্য সচিব করে গত শুক্রবার সন্ধ্যায় পূর্বের কমিটি বাতিল করে একটি আহ্বায়ক কমিটি গঠন করা হয়।
এর আগে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীদের দাবির পরিপ্রেক্ষিতে পূর্বের কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়।
কমিটিতে অন্য সদস্যরা হলেন-সিনিয়র যুগ্ম আহ্বায়ক নুরুজ্জামান কাজল, সদস্য মোস্তাকিম বিল্লাহ, মোশারফ হোসেন চৌধুরী, শেখ মোহাম্মদ আলী চায়না, ড. আহসান হাবীব রুবেল, মো. ছালজার রহমান, মো. মোকারম হোসেন, ডা. হালিমুল হক লিটন, আ ফ ম জিন্নাতুল ইসলাম তপন, তানজিয়া খান, রবিউল হুসাইন রবি, মশিউর রহমান, শামিম হোসেন, জিন্নাতুল হাসান টপি, এম. আর আলী ফাহিম, শেখ ফয়সল, তারাজুল ইসলাম, সুজন মাহমুদ, মোস্তাকিম বিল্লাহ, মিনার হোসেন, জুবায়ের আলী, বিল্লাল হোসেন, শিপন মিয়া, রুবেল পারভেজ ও মিরাজ হোসেন।
বিডি প্রতিদিন/এমআই