পাঁচশ’ শয্যার কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতাল পূর্ণরূপে চালুর দাবিতে মানববন্ধন করেছে বাংলাদেশ সম্মিলিত পেশাজীবী পরিষদ কুষ্টিয়া জেলা শাখা।
মঙ্গলবার বেলা ১২টায় কুষ্টিয়া মেডিকেল কলেজের সামনে এই মানববন্ধন কর্মসূচি পালিত হয়।
পতিত আওয়ামী সরকারের আমলে বারবার সময় ও অর্থ বরাদ্দ বাড়িয়েও দুর্নীতি ও অনিয়মের কারণে ১৩ বছরেও পূর্ণরূপে চালু করা যায়নি হাসপাতালটি।
মানববন্ধনে বক্তব্য দেওয়ার সময় সম্মিলিত পেশাজীবী পরিষদ কুষ্টিয়ার সদস্য সচিব অ্যাডভোকেট শামিম উল হাসান অপু বলেন, বিগত স্বৈরাশাসক শেখ হাসিনা সরকারের সময় আমলাতান্ত্রিক দুর্নীতির কারণে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতাল এখন পর্যন্ত পূর্ণরূপে চালু হয় হয়নি। দুর্নীতিবাজ, স্বৈরাশাসক, খুনি হাসিনার পতনের পর যে অন্তবর্তীকালীন সরকার গঠন করা হয়েছে, সেই সরকারের কাছে দ্রুত এই মেডিকেল কলেজ পূর্ণরূপে চালুর দাবি জানান তিনি।
মানববন্ধন কর্মসূচিতে আরও বক্তব্য রাখেন কুষ্টিয়া শহর যুবদলের আহ্বায়ক মোস্তাফিজুর রহমান সুমন, পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আব্দুর রউফ রুবেল, জেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মনির হোসেন, শহর ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক রাকিবুল ইসলাম রিংকু, ৮নং ওয়ার্ড বিএনপির সাংগঠনিক সম্পাদক মনিরুল ইসলাম।
এছাড়াও মানববন্ধনে স্থানীয় সাধারণ মানুষ উপস্থিত ছিলেন।
২০১০ সালে যাত্রা শুরু হয় কুষ্টিয়া মেডিকেল কলেজের। ৩ বছরের এ প্রকল্পের সময় বারবার বাড়িয়ে বাস্তবায়নকাল দাঁড়িয়েছে ১৩ বছরে। পৌনে ৩শ’ কোটি টাকার প্রকল্প ব্যয় বাড়াতে বাড়াতে গিয়ে ঠেকেছে ৭শ’ কোটি টাকায়। ১১ মাস আগে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালের বহির্বিভাগের আনুষ্ঠানিক উদ্বোধন করা হলেও ইনডোর চিকিৎসা আজও চালু হয়নি।
বিডি প্রতিদিন/একেএ